স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : ‘হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি’ প্রতিপাদ্যে টাঙ্গাইলে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক শরীফা হক।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সঞ্জয় কুমার মহন্ত, ডেপুটি সিভিল সার্জন আবু জাফর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবান্ধী বিষয়ক কর্মকর্তা মো. নূরুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মো. রুহুল আমীন সিরাজী, বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. মোখলেছুর রহমান, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মো. নুরনবী, বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের কল্যাণের সভাপতি পারুল আক্তার প্রমুখ।

এসময় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

(এসএম/এসপি/অক্টোবর ১৫, ২০২৪)