নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত ধোয়া গুরুত্বপূর্ণ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মুক্তাগাছা যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার সকালে মুক্তাগাছা উপজেলা চত্বর হতে এক বর্নাঢ্য র‍্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে হাত ধোয়া প্রদর্শন সম্পুর্ন করে।

হাত ধোয়া অনুষ্ঠান শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য প্রৌকশলী নায়েব আলী। উপস্থিত ছিলেন উপজেলা ভুমি কমিশনার তানভীর হায়দার, উপজেলা কৃষি অফিসার সেলিনা পারভীন, উপজেলা মৎস কর্মকর্তা তানভীর আহমেদ। মিঃ রোলান্ড গোমেজ, মুক্তাগাছা এপি সেবাষ্টিয়ান।

মুক্তাগাছার বিভিন্ন স্কুলের ছাত্র/ ছাত্রী/ শিক্ষক / শিক্ষিকা/সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা / কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আগত অতিথিদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তী ঘোষণা করা হয়।

(এনআরকে/এসপি/অক্টোবর ১৫, ২০২৪)