পঞ্চগড় ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : ৫১তম গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির পঞ্চগড় জেলা পর্যায়ের প্রতিযোগিতা আজ মঙ্গলবার পঞ্চগড় বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে।
তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার ও প্রতিযোগিতার জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল মালেক।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আটোয়ারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবীর মো.কামরুল হাসান, তেঁতুলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শওকত আলী, আটোয়ারি উপজেলা একাডেমি সুপারভাইজার মো. রেজাউন নবী রাজা। বোদা উপজেলা একাডেমি সুপারভাইজার মো. আবু ওয়ারেশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকগণ। কাবাডি, দাবা ও সাঁতার এই তিনটি ইভেন্টে জেলার পাঁচ উপজেলার বালক এবং বালিকা গ্রুপের শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।
(আরএআর/এসপি/অক্টোবর ১৫, ২০২৪)