কাপাসিয়ায় মাদ্রাসা ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলা বারাব নূর ই মদিনা হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে হেফজ বিভাগ, নাজরানা বিভাগ ও নূরানি বিভাগে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত রবিবার বিকেলে উপজেলা বারাব নূর ই মদিনা হাফিজিয়া মাদ্রাসার মাঠে ৭৫ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মমতাজ উদ্দিন বিএসসি সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারাব নূর ই মদিনা
হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা সভাপতি ও ইস্পাহানী ইসলামী চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের এসোসিয়েট অধ্যাপক ডা. এএসএম মইন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন ইপিডিমিউলজিস্ট, আইআইইআইএইচ এবং একজান্ক ফ্যাকাল্টি ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া, মোহাম্মদ সামসাল ইসলাম, দি বিজনেস স্ট্যান্ডার্ড সিনিয়র স্টাফ রিপোর্টার রিয়াদ হোসেন, আমেরিকা প্রবাসী এস এম আব্দুর রহমান,ইয়েমেন ডা. আলী আবুবকর আজাগ্গাফ, সোমালিয়া ডা. আব্দুর রহমান আহমেদ ইসমাইল, নাইজেরিয়া ডা. সাকা ইদ্রিস আইয়ুডেজি, শাহজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সমাজ বন্ধু ইকবাল হোসাইন, কবি আফিয়া সুলতানা রুবি, শাজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন পাঠান, টোক ঘর মানবতারের প্রতিষ্ঠাতা শিক্ষক মোহাম্মদ মমতাজ উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(এসকেডি/এসপি/অক্টোবর ১৫, ২০২৪)