রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের একটি উপ-শাখার উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার সকালে কানাইপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন মোল্লা অর্কিড প্লাজার দোতলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এস এম নাসির উদ্দীন।

এরপর ডাচ-বাংলা ব্যাংকের ফরিদপুর শাখার ব্যবস্থাপক আব্দুল আজিজ এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মো. রায়হান হোসেন এজিএম (অর্থ ও হিসাব) কানাইপুর বাজার উপ-শাখার ইনচার্য লিটন কুমার দাস প্রমুখ। এছাড়া ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন।

এসময় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্ট ব্যবসায়ীগণ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার জনসাধারণ।

(আরআর/এসপি/অক্টোবর ১৪, ২০২৪)