সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় বিষ পানে রাসেল মোল্লা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) রাত ৩টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত রাসেল মোল্লা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গলিয়াপাড়া গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল তার মা চম্পা বেগমের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করে গত শুক্রবার (১১ অক্টোবর) বিকাল ৩টার দিকে নিজ বাড়িতে বিষ পান করে। পরে তাকে উদ্ধার করে তার আত্মীয়-স্বজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন থাকার পর রবিবার (১৩ অক্টোবর) হাসপাতাল হতে বাড়িতে নিয়ে আসে। সোমবার (১৪ অক্টোবর) রাত ৩টার দিকে নিজ বাড়িতে রাসেলের মৃত্যু হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

(এএন/এসপি/অক্টোবর ১৪, ২০২৪)