রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো ‌হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গতকাল রবিবার রাতে ফরিদপুর পৌর বিসর্জন ঘাটসহ ‌বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এর আগে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার সুপার মো. আব্দুল জলিলসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। এসময় বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও মণ্ডপে আগত সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দদের সাথে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করেন তারা।

এরপর রাতে ফরিদপুর শহরের পৌর বিসর্জন ঘাটে প্রতিমা বিসর্জন শুরু হয়। রাত ৮টা থেকে শুরু প্রতিমা বিসর্জন চলে রাত ২ টা পর্যন্ত। ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের জনসাধারণ এসময় উপস্থিত ছিলেন।

ফরিদপুরে বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জন স্থান গুলোতে মেলার আয়োজন করে পূজা উদযাপন কমিটি।

প্রতিমা বিসর্জন শেষে পূজা মন্ডপগুলোতে বিশেষ প্রার্থনা, শান্তির জল প্রদান ও বিজয়ার শুভেচ্ছা জানানো হয়।

এদিকে, দেশের এই অস্থিতিশীল পরিস্থিতিতে নানা রকম ভীতি ও উৎকণ্ঠার মধ্যেও কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই ফরিদপুরে যথেষ্ট শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবারের দুর্গোৎসব। এজন্য ফরিদপুরের দুর্গা পূজা উৎসবে আইনশৃঙ্খলার কাজে নিয়জিত সকল বাহিনীর সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন জেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

(আরআর/এসপি/অক্টোবর ১৪, ২০২৪)