ফুলপুরে বন্যার্তদের পাশে দাঁড়ালেন ব্যবসায়ী আলমগীর হোসেন
শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে অসহায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আলমগীর হোসেন। বিগত চারদিন যাবত তিনি ছনধরা, সিংহেশ্বর, ফুলপুর, রুপসী ও বালিয়া ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যার্তদের মাঝে ১৩শ প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। প্রায় ৫শ টাকা সমমূল্যের ত্রাণের প্রতি প্যাকেটে ছিল চাল, ডাল, আলু, পিয়াজ ও মুড়িসহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য দ্রব্যাদি। তিনি বন্যার্তদের বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন। তার এমন জনসেবামূলক কর্মকান্ডকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। এতে সর্বমহলের প্রসংশায় ভাসছেন তিনি।
আলমগীর হোসেন বলেন, বিপদ মানুষের চিরকাল থাকেনা। বন্যার্তদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা ক্ষতিগ্রস্তদের বন্যা পরবর্তী সহযোগিতাও করতে পারি। আসুন, আমরা সবাই বানভাসী মানুষদের পাশে দাঁড়াই। উল্লেখ্য যে, উদীয়মান এ ব্যবসায়ী জামিয়া ইসলামিয়া জাবালে নূর মাদানিয়া ফুলপুর মাদ্রাসার পরিচালক পদেও দায়িত্বরত আছেন।
(এসআই/এসপি/অক্টোবর ১৪, ২০২৪)