পিতার অভিযোগ হত্যা
রাজৈরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈরে পাপিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আজ সোমবার সকালে রাজৈর থানার পুলিশ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে। পাপিয়া উপজেলার বাজিতপুর ইউনিয়নের মোল্লাদী গ্রামের হযরত কালীর ছেলে আলামিন কাশীর স্ত্রী
এ ব্যাপারে মৃত (পাপিয়া) বাবা দুলাল কাজী জানায়, তার মেয়ে কে পরিকল্পিত ভাবে তার জামাই আলামিন কাশী, আলামিন এর ভাই বৌ, ডালিয়া ও তার মা বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে। তিনি তার মেয়ের হত্যা কারীদের ফাঁসির দাবি জানায়।
মৃত মেয়ের মা রেহানা বেগম জানায়, তার জামাই আলামিন কাশীর সাথে তার (আলামিন) এর ভাই বৌ ডালিয়ার সাথে অবৈধ সম্পর্ক ছিল। ঐ অবৈধ সম্পর্ক এর বিরোধিতা করায় ও যৌতুক না দেয়ায় কারণে তার মেয়ে কে পরিকল্পিত ভাবে বালিশ চাপা দিয়ে হত্যা করে। আমি হত্যাকারীদের বিচার ও ফাঁসি চাই।
আবার এদিকে দেখা যায় আত্মহত্যা কৃত গৃহবধূর ঘর ছিল তালা দেয়া, তাদের পরিবারের কোন লোক জন পাওয়া যায় নি অর্থাৎ ওই পরিবারের লোকজন লোকজন ছিল পলাতক। তাই ঐ পরিবারের কোন লোক না পাওয়ার কারণে ওই এলাকার প্রতিবেশীদের একাধিক সূত্রে জানা যায়, ঐ গৃহবধূ পাপিয়া আক্তার শান্ত প্রকৃতির ছিল, কি কারণে মরা গিয়েছে আমারা কিছুই জানি না। তবে এতো টুকু শুনেছি গৃহবধূর শাশুড়ি চিৎকার দিয়ে বলেছে কে কোথায় আছ, আলামিন বৌ গলায় ফাঁস লাগিয়েছে। এরপর তার শাশুড়ি বঁটি দিয়ে ফাঁসের দড়ি কেটে, স্থানীয় লোকজনদের দিয়ে ঝুলন্ত লাশ নিচে নামিয়ে আনে।
এ ব্যাপারে রাজৈর থানার ওসি এর সাথে যোগাযোগ করা হলে, রাজৈর থানার ওসি মাসুদ খান জানান, মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে আমরা ঘটনা স্থলে যাই এবং তদন্ত করে লাশ থানায় নিয়ে আসি এবং ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়। এব্যাপারে রাজৈর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
(বিডি/এসপি/অক্টোবর ১৪, ২০২৪)