মহম্মদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী সার্বজনীন শিব মন্দির কমিটির আয়োজনে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও মহা-অষ্টমী ও নবমীর রাতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে রবিবার সন্ধ্যায় তাদের পুরস্কার দেওয়া হয়।
মহম্মদপুর সদর বাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠান সোনার বাংলা জুয়েলার্সের আর্থিক ব্যবস্থাপনায় শিব মন্দির প্রাঙ্গণে আয়োজিত বিজয়াদশমী'র দিন রবিবার সন্ধ্যায় ৩২জন প্রতিযোগীর হাতে শাড়ি ও পাঞ্জাবি তুলে দেন অত্র মন্দির কমিটির সভাপতি সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
(বিএসআর/এএস/অক্টোবর ১৩, ২০২৪)