দীপক চন্দ্র পাল, ধামরাই : দর্পণ বির্সজন পূজা শেষ করার মধ্য দিয়ে শারদীয়া দূর্গা পূজার আনুষ্ঠানিকতা শেষ  হয়েছে মন্দির গুলোয়। ধামরাইয়ে মন্দির গুলিতে এখন শোন শান নিরবতা বিরাজ করছে।পুজারীরাও ভারাক্রান্ত।

আজ প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের শারদীয় উৎসব । তিথি গত কারণে শনিবারই বির্সজনের ধর্মীয় কাজ শেষ করেছে পুজারীরা।

দেবী দূর্গা বিদায় নিলেন দশমী পূজার মধ্য দিয়ে। পৌর এলাকার ৪৪ টি প্রতিমা এই মাধব বাড়ি ঘাটে বির্সজন মেলা অনুষ্ঠিত হবে।

তবে ঢাকার ধামরাইয়ে প্রতিমা বির্সজন উৎসব আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বংশী নদীর ধামরাই মাধব বাড়ির ঘাট এলাকায়। এখনে বিরাট মেলা বে স প্রতি বছরের মত এবারো। হাজার হাজার ভক্ত দর্শনার্খী উপস্থিতি উৎসব মূখরতা বিরাজ করে।

এই ধামরাইয়ে তথা এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির আছে। সুন্দর পরিবেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এবারের পূজা উৎসব শান্তিপূর্ন ভাবে শেষ হয়েছে।পুলিশের পাশপাশি সেনা বাহিনী র‌্যাব, আনসার গোটা ধামরাই নজরদারীতে ছিলো।

হিন্দু স¤প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দূর্গা পূজা । এবার ঢাকার ধামরাই উপজেলার একটি পৌর সভা ও ১৬ টি ইউপির বিভিন্ন স্থানে ২০০টি মন্দিরে শারদীয়া দূর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে অনূষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বিকেলে একে একে সব প্রতিমা গুলি বিভিন্ন মন্ডপ থেকে বের করে মন্দিরের সামনে মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠে। এরপর একে একে সব প্রতিমাগুলি মাধব বাড়ি ঘাটে এনে স্থাপন করে পুজারীরা।

সন্ধ্যায় আরতি পুজা ও পূজার্চনা শেষে প্রতিমাগুলি নৌকায় তুলে নিয়ে রাত নটায় বংশী নদীতে প্রতিমা বির্সজন করা হয়। মেলায় হাজারো মানুষের ঢল নেমেছিল। বসেছে বহু দোকান প্রসার। সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা ছিল নজর কাড়ার মত।

বিকেল তিন টা থেকেই রথ খোলা থেকে বির্সজন স্থল মাধব বাড়ি ঘাটে যেতে সকল প্রকার যানবাহন নিয়ন্ত্রণ করা হয়। প্রধান সড়ক থেকে বাইপাস সড়ক দিয়ে নদীর ওপারে সকল যানবাহন চলাচল করতে বলা হয়। সব মিলিয়ে সুন্দর পরিবেশে পুজারীরা কাদের মন্ডপ থেকে প্রতিমা বের করে বির্সজস স্থলে নিয়ে যায়। রাতে একে একে প্রতিমা গুলি নৌকায় তুলে নিয়ে বংশী নদীর মাধব বাড়ি ঘাট থেকে ভাসিয়ে নিয়ে ভিভিন্ন স্থানের গভীর এলাকায় বির্সজন করা হয়েছে।

ঢাকা জেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক নন্দ গোপাল সেন বলেন ধামরাইয়ের ২০০ টি পুজার মথ্যে পৌর এলাকার ৪৪ টি মন্দিরের ৪৩ টি প্রতিমা বির্সজন হবে এই পৌর এলাকার ১সং ওর্য়াডের মাধব বাড়ি ঘাটে। একে কেন্দ্র করে শত শত ্ধরে ধরে বিরাট বির্সজন মেলা বসে এখানে। প্রতি বছরের মত এবারো রাত গভীর হবে প্রতিমা বির্সজনে।ধামরাইয়ের পরিবেশ সুন্দর বলেন।

বির্সজন উৎসব ও মেলাঙ্গন পরিদর্শন করেছেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও নাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তমিজ উদ্দিন তিনি বলেন পুজারীরা ধর্মীয় ধারায় তাদের থর্ম পালন করছেন । ধামরাইয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট আছে ,থাকবে। সকলের আন্তরিক সহযোগিতায় শান্তি পুর্নভাবে শারদীয় উৎসব সম্পন্ন হয়েছে।তিনি সকলকে শুভেচ্ছা জানান।

ধামরাই ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন পুজার আগে থেকেই সাধ্যমত চেষ্পা করেছি আই র্শংখলা পরিবেশ সুন্দর রাখতে। রাতের ঘুম পারিনি।আমাদের সকল ষ্টাফ এক যোগে কাজ করেছে। টুকটাক ঝামেলা ছাড়াই শান্তি পূর্ন ভাবে পুজা উৎসব শেষে হয়েছে।সেনা বাহিনী সার্বক্ষনিক কড়া নহদারী করেছে পুজায়।সব মিলিয়ে শান্তি পুর্ন ভাবে শেষ হয়েছে পুুজা উৎসব।

বির্সজন মেলাঙ্গন রিদর্শনে এসে প্রশাসনের পক্ষ থেকে ধামরাইয়ের ভারপ্রাপ্ত ইউএনও ও উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত বৈদ্য বলেন এবারের শারদীয় উৎসব প্রাণ বন্ত ও সুন্দর শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে। সকলেই এ বিষয়ে আন্তরিক ছিল যার ফলে সম্ভব হয়েছে।তিনি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান।

(ডিসিপি/এএস/অক্টোবর ১৩, ২০২৪)