পাংশায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা
একে আজাদ, রাজবাড়ী : প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব। দেশের অন্যান্য স্থানের মতো রাজবাড়ীর পাংশায় রবিবার (১৩ অক্টোবর) বিকাল থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। এতে ঢাক-ঢোল বাজিয়ে দুর্গা মাকে বিদায় জানান ভক্তরা। প্রতিমা বিসর্জনকে ঘিরে দুপুর থেকে বিপুলসংখ্যক মানুষের ঢল নামে মন্ডপগুলোতে।
কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পাংশার ১০০টি মন্ডপে দেবির আরাধনা শেষে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। সেনাবাহিনী,পুলিশ,ফায়ারসার্ভিস ও আনসার সদস্যের উপস্থিতি ও কঠোর নিরাপত্তায় প্রতিটি মন্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
এর আগে মণ্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব। হিন্দু সধবা নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে দেওয়া সহ একে অপরকে সিঁদুর পরিয়ে দেন। সাথে চলে মিষ্টিমুখ,ছবি তোলা আর ঢাকের তালে নাচ।
প্রতিমা বির্সজনের পুরো বিষয়টি তদারকি করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদুর রহমান রুবেল, থানার অফিসার ইনচার্জ( ওসি) সালাউদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন, উপজেলা উদযাপন কমিটির আহবায়ক প্রান্তস কুন্ডু,সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস, পাংশা আদী মহাশ্মশান কমিটির সভাপতি সুব্রত কুমার দাস সাগর প্রমুখ।
(একে/এএস/অক্টোবর ১৩, ২০২৪)