রাজবাড়ীতে জুয়া খেলাকে কেন্দ্র করে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দে জুয়া খেলায় বাঁধা দেওয়ায় ফারুক সরদার (২৬) নামে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শনিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পুরাভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারুক সরদার উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডলের পাড়ার শহীদ সরদারের ছেলে। সে দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদরের সভাপতি প্রার্থী ছিলেন।
নিহতের ভাগ্নে সোহাগ রহমান বলেন, বেশ কয়েকদিন আগে সে পোরাভিটায় মাদক ও জুয়া খেলায় বাধা দেন। এ নিয়ে মোহন মন্ডলের লোকজন তাকে হত্যার হুমকি দেয়। শনিবার রাতে পোড়াভিটার সামনে ফারুককে পেয়ে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রসীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একটি সূত্র থেকে নিশ্চিত করেছে, জুয়া খেলাকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিল। ফারুক জুয়া খেলায় নিষেধ করার কারণে তাকে হত্যা করা হয়েছে।ছাত্ররাজনীতির পাশাপাশি মানবিক কাজ করতেন ফারুক।
(একে/এএস/অক্টোবর ১৩, ২০২৪)