বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু
কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে নিজ বাড়ির ফ্রিজ বিদ্যুতায়িত হয়ে এক ব্যাটারি চালিত অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে বলে পরিবারের সদসদের দাবি। কিছু লোকের ধারণা অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হতে পারে।
মৃত ভ্যানচালক মো. জামাল বিশ্বাস (৫৫)। বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের খলিল বিশ্বাসের ছেলে। জামাল বিশ্বাস ৪ সন্তানের জনক। ভ্যান চালিয়েই জামাল জীবিকা নির্বাহ করতেন।
পরিবার সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর রবিবার সকাল সাড়ে আটটার দিকে মৃতের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
পরিবার ও থানা সূত্রে জানা যায়, ব্যাটারি চালিত অটোভ্যান চালক মো. জামাল বিশ্বাসের বাড়ির ফ্রিজের সংযোগ লাইনে সমস্যা দেখা দেয়। তিনি নিজেই বাড়ির ফ্রিজের সংযোগের তার মেরামত করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরিবারের সদস্যরা মৃত জামাল বিশ্বাস বিদ্যুৎ তাড়িত হয়েছে বুঝতে পেরে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান হোসেন পরীক্ষা নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। ডা. ইমরান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মাদ গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ঘটনাস্থল পরিদর্শন করেছি। পারিপার্শ্বিক অবস্থার পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় এটি দুর্ঘটনা, ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফনে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
(কেএনএফ/এএস/অক্টোবর ১৩, ২০২৪)