ফরিদপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : শারদীয় দুর্গা পূজায় মহানবমীতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি।
শনিবার ফরিদপুর জেলার বিভিন্ন থানাধীন পূজা মন্ডপ পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন, পিপিএম-বার এসময় তিনি পূজা আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পূজা চলাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যাতে অটুট থাকে সে বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় তাঁর সফরসঙ্গী ছিলেন ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. আব্দুল জলিল, পিপিএম। পরিদর্শনকালে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
(আরআর/এএস/অক্টোবর ১৩, ২০২৪)