‘সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত রাজবাড়ীর স্বপ্ন দেখি কোন ব্যবসা করতে আসিনি’
বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন দূর্গাপূজা মন্দির পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি এ্যাড. আসলাম মিয়া।
শনিবার বিকেল থেকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মন্দির পরিদর্শন করেন। পর্যায়ক্রমে উপজেলার প্রায় সবকটি মন্দিরে যান। সন্ধ্যায় রাজবাড়ী পৌরসভার মন্দিরে মন্দিরে যান এবং মন্দির কমিটির সাথে সৌজন্য সাক্ষাতসহ সকল বিষয়ে খোঁজখবর নেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি এ্যাড. আসলাম মিয়া। এসময় রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম.এ খালেদ পাভেল, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান সহ জেলা বিএনপি, পৌর বিএনপি, জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি এ্যাড. আসলাম মিয়া তার ব্যক্তিগত অর্থায়নে বিভিন্ন মন্দিরে আর্থিক সহায়তা করেন।
রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি এ্যাড. আসলাম মিয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা প্রতিটি মন্দিরে যাচ্ছি। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমি মূলত সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত রাজবাড়ী গড়ার স্বপ্ন দেখি। রাজনীতি করতে এসেছি, মানুষের সেবা করতে, কোন ব্যবসা করতে আসিনি। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরাও থাকবো।
(একে/এএস/অক্টোবর ১৩, ২০২৪)