সালথায় ইসলামী ছাত্রশিবিরের সমর্থক শিক্ষাবৈঠক অনুষ্ঠিত
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : "দাওয়াত এবং প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন, জ্ঞানের আলোয় গড়বো সমাজ সফল হবে আন্দোলন" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সমর্থক শিক্ষাবৈঠক ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র শিবির সালথা উপজেলা শাখার আয়োজনে শনিবার (১২ অক্টোবর) উপজেলা সদরের স্কয়ার প্রি-ক্যাডেট স্কুলে এই শিক্ষাবৈঠক অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ ইমামুল শেখের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এইচ আর ডি সম্পাদক হাফেজ সাজ্জাদ হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফরিদপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ।
সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন মিনালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল মুরাদ, সেক্রেটারী আজিজুর রহমান মজনু, উপজেলা জামায়াতের ছাত্র ও যুববিষয়ক সম্পাদক ও আটঘর ইউনিয়নের সভাপতি ডা: মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মোহাম্মদ আলিমুজ্জামান, উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ও রামকান্তপুর ইউনিয়ন সভাপতি মুকুল হোসেন, ভাওয়াল ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর মোল্লা, বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন সালথা উপজেলা শাখার সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী, উপজেলা জামায়াত নেতা ওয়ালিউজ্জামান, মাওলানা হিদায়েতুল ইসলাম প্রমুখ।
(এএনএইচ/এএস/অক্টোবর ১২, ২০২৪)