বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের কেন্দুয়ার বাহাদুরপুর গ্রামের চিন্তা হরণ ফাউন্ডেশন এর আয়োজনে ও জয় কলি পাবলিকেশন্স লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ১১ অক্টোবর শুক্রবার বিকালে সরকার বাড়ি দূর্গা পূজা পন্ডপ প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব মহা অষ্টমীতে গরিবদের মাঝে  শাড়ি  লুঙ্গি  গরিব প্রান্তিক চাষিদের  চাষি জমি  দূর্গা মন্ডপে নগদ অর্থ ও শিক্ষা প্রতিষ্ঠানে  জমি প্রদান ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জয় কলি পাবলিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অজয় সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহ্ মুহাম্মদ রায়হান কবীর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবিসিকে কলেজ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও শরিয়ত পুর জেলা সমাজসেবা কার্যালয় এর উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য নাদিম, এবিসি কে কলেজ এর অধ্যক্ষ অসীম কুমার বিশ্বাস বীর মুক্তিযোদ্ধা নিরাঞ্জন তালুকদার সহ আরো অনেকে।

আলোচনার শেষে, গরিবদের মাঝে ৮০০ টি শাড়ি,৫০০ টি লুঙ্গি,২৫ জন প্রান্তিক গরিব চাষিদের চাষি জমি ৩৪ টি দূর্গা পূজা পন্ডপ এ নগদ অর্থ ৬৮০০০ টাকা ও এবিসিকে কলেজ এর নামে ১২ শতাংশ জমি প্রদান করা হয়।

(বিকেডি/এএস/অক্টোবর ১২, ২০২৪)