সালথায় জামায়াতের পূজামণ্ডপ পরিদর্শন
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় পূজা মণ্ডপ পরিদর্শণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সালথা উপজেলা শাখার নেতাকর্মীরা।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন তারা।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন রামকান্তপুর ইউনিয়নের সভাপতি মুকুল হোসাইন, মাঝারদিয়া ইউনিয়নের সভাপতি ওয়ালী উজ্জামান, মিঞা লিয়াকত হুসাইন, ইমরান হুসাইন, মাহফুজুর রহমান লিটন,
প্রমূখ।
আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ শুভেচ্ছা বিনিময় শেষে এক বক্তব্যে বলেন, হিন্দু মুসলিম মিলে ভাই ভাই, সবাই মিলে এই দেশটাকে নতুন করে গড়তে চাই। আগামীতে জামায়াত যদি ক্ষমতায় আসে নিশ্চয়তা দিয়ে বলছি সবাই যার যার ধর্মীয় উৎসব স্বাধীন ও নির্বিঘ্নে উদযাপন করতে পারবেন। কোনো নিরাপত্তা কর্মী লাগবে না।
(এএনএইচ/এএস/অক্টোবর ১১, ২০২৪)