ধামরাইয়ের বকুল তলায় কুমারী পূজা অনুষ্ঠিত
দীপক চন্দ্র পাল, ধামরাই : চোখে কাজল রূপ সজ্জায় পরিপাটি করে সাজানো,চন্দন ফুটা কপালে, ফুলের মালা আর পায়ে আলতা দিয়ে যেন দূর্গা মায়েরই আদলে সাজিয়েছে ধামরাইয়ের ৭ বছরের রাখি চক্রবর্তীকে। ঢাক-ঢোল কাসর ঘন্টা আর বাদ্যের সাথে শংখ ধ্বনি ও আগত ভক্ত নারীদের উলু ধ্বনিতে মুখরিত ধামরাইয়ের প্রতটি পূজা মন্ডপ।
কুমারী পূজা শেষে দেবী দূর্গা সাজে কুমারী পূজায় অংশ নেওয়া রাখিকে আরতি শেষে ভক্তদের আর্শিবাদ প্রদান করে। উপচে পড়া ভক্ত দর্শনার্থীদের ঢল মহা আনন্দ উৎসব এখন ধামরাইয়ের প্রতিটি পূজা মন্ডপে।
আর প্রবাহমান কালের গতিতে ও ঋতুচক্রের আর্বতে প্রতিবছরের ন্যায় এবারো শরৎ এসেছে আগমনী বার্তা নিয়ে । আসুরিক শক্তি যখন মানবিক শক্তিকে পদদলিত করে.তখনই সর্ব শক্তিমান বিশ্ব স্রষ্টা আর্বিভূত হন ঈশ্বর রূপিণী মা দূর্গা রূপে।
সেই ধরা ধামে সন্তানেরা কাছে পেয়ে হয়েছে মনমুগ্ধ ও আত্মহারা সকল ভক্তকুল। সবার কন্ঠে ধ্বনিত হয় “যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা,নমতৈস্যৈ নমঃতৈস্য নমস্তস্যৈ নমোঃ নমোঃ”। মাতৃ পূজার এই আযোজনকে ঘীরে ধামরাইয়ের সকল ভক্ত পূজারীরা দেশ ও জাতির মঙ্গল কামনায় আজ মহা অষ্ঠমি পূজায় ব্রতি হয়েছেন।
আজ সকাল থেকেই ব্যাপক উৎসাহ উদ্দিপনায় শুরু হয়েছে শারদীয়া উৎসবের প্রধান আয়োজন মহা অষ্ঠমি পূজা। ধামরাইয়ে প্রাণ কেন্দ্র পৌর এলাকার ১ নং ওর্য়াডের রথখোলার পাশেই বকুলতলা বাসুদেব মন্দির কমিটির আযোজনেপ্রতি ভছর অনুষ্ঠিত হয় দূর্গা পুজা।ঢাকার পরেই এই মন্ডপে কুমারী পুজার আয়োজনে বিশেষ আবহ সৃুষ্ঠ হয়।ধামরাইয়ে পূজারীদেরও মধ্যে উৎসাহ আনন্দ বিরাজ করছে।
প্রতিবারের মত ধামরাইয়ের এবারও কায়েত পাড়ার বকুল তলায় বাসুদেব মন্দির কমিটি আয়োজিত মহা অষ্ঠমি পূজায় অনুাষ্ঠত হয়“কুমারীপূজা ” হয়েছে বলে জানান বকুলতলা বাসুদেব মন্দির কমিটির সাধারন সম্পাদক সুমন বণিক।
তিনি বলেন ঢাকার পরেই ধামরাইয়ে আমাদের মন্দিরে প্রতি বছর কুমারী পূজার আয়ো করে থাকি। এবার ধামরাইে দূর্গা উৎসবশান্তি পুর্ণ আযোজন হচ্ছে।
ধামরাইয়ের ভার-প্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার ভুমি , নির্বাহী ম্যাজিষ্ট্রেট এছাড়া ধামরাইয়ে ২০০ টি মন্ডপেই পুজা হচ্ছে, পূজারীদের ভীড় মহা উৎসব আনন্দ কোলহল মূখর গোটা ধামরাই।
তিনি বলেন, উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী,র্যাব আনসার সহ বিভিন্ন সংস্থার সদস্যরা সার্বক্ষণিক শান্তি পুর্ন পরিবেশ বজায় রাখতে নজরদারী করছেন।ধামরাইয়ের প্রতিটি মন্দিরে জলছে আনন্দ উৎসব।আগামী কাল নবমী পুজা।
(ডিসিপি/এএস/অক্টোবর ১১, ২০২৪)