রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর শহরের বিসিক বাইপাস এলাকায় নির্মাণাধীন একটি পাঁচতলা ভবনের নিচতলার সেফটিক ট্যাংক থেকে চাঁন মিয়া (৬৫) নামে এক নৈশ্যপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত চাঁন মিয়া জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের গওহেরপাড়া গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে।

শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে ওই ভবনের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় নির্মাণাধীন ওই ভবনের মালিক বা সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

স্থানীয় দোকান মালিক সমিতির উপদেষ্টা এনামুল হক খান মিলন জানান, একমাস আগে চাঁন মিয়া দোকান মালিক সমিতির অধীনে নৈশ্যপ্রহরীর কাজ নেন। শুক্রবার সকালে স্থানীয়রা নির্মাণাধীন ভবনের নিচতলায় সেফটিক ট্যাংকে নৈশ্যপ্রহরী চাঁন মিয়ার লাশ ভাসতে দেখে। পরে ৯৯৯ ফোন করা হলে দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

তিনি আরও বলেন, যথাযথ নিরাপত্তার অভাবে সেফটিক ট্যাংকে পড়ে নৈশ্যপ্রহরীর মৃত্যুর ঘটনায় ভবন মালিকের কাছে আমরা দোকান মালিক সমিতির পক্ষ থেকে ক্ষতিপুরণ দাবি করছি।'

এক সাথে কাজ করা নৈশ্যপ্রহরী সদর উপজেলার কৈডুলা গ্রামের ঠান্ডা মিয়া (৫৫) জানান, তারা দুইজন নৈশ্যপ্রহরী প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও টহল শুরু করেন। তবে ভোর ৪টার দিকে টহলের উদ্দেশ্যে তারা আলাদা হয়ে দুইদিকে চলে যান। পরে ঠান্ডা মিয়া বিসিক মোড়ে ফিরে এসে ভোর ৬টা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও চাঁন মিয়াকে আর পাওয়া যায়নি।'

জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, ধারণা করা হচ্ছে তিনি সেফটিক ট্যাংকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তা না হলে পরিবারের সাথে কথা বলে মরদেহ হস্তান্তর করা হবে।

(আরআর/এএস/অক্টোবর ১১, ২০২৪)