মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরা মহম্মদপুরে ৭নং-পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলীর পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকালে তার বাসভবনে মনোনীত প্রতিনিধি দিয়ে অত্র ইউনিয়নের ১০টি পূজা মন্ডপে দরিদ্র হিন্দু সম্প্রদায়ের মুখে হাসি ফোটাতে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সৈয়দ আবুল বাশার, সৈয়দ মারফত আলীসহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারীবৃন্দ।

এ বিষয়ে পলাশবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধন পাল এই তথ্য নিশ্চিত করে বলেন, আমি উপস্থিত থেকে পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলীর ব্যক্তিগত অনুদান প্রতি বছরের ন্যায় এবারও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রদান করেছেন। পলাশবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলীকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই।এবং তার সার্বিক মঙ্গল কামনা করছি।

(বিএসআর/এএস/অক্টোবর ১১, ২০২৪)