মহা অষ্টমীতে ফরিদপুর রামকৃষ্ণ মিশনে 'কুমারী পূজা' অনুষ্ঠিত
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর রামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রামকৃষ্ণ মিশন আশ্রমে এই পূজা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর রামকৃষ্ণ মিশনে মালিনী রূপে যে কুমারী দুর্গা মা হিসেবে পূজিত হয়েছেন তার নাম অনুরূপা চক্রবর্তী। সে শহরের আলীপুর নিবাসী অমিত চক্রবর্তী ও অন্যন্যা ভাদুড়ী দম্পতির মেয়ে।
মেধার বয়স সাত বছর। সে কেজি শ্রেণীর ছাত্রী। আজকের পুজার পুরোহিত ছিলেন বিশ্বজিৎ কুমার চক্রবর্তী নিলয়। উল্লেখ করা যেতে পারে প্রতিবছর রামকৃষ্ণ মিশন আশ্রমে মহা অষ্টমীর দিনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এ সময় মিশনের কর্মকর্তা বৃন্দ ছাড়াও বিভিন্ন স্থানের ভক্তবৃন্দ উক্ত পূজায় অংশগ্রহণ করেন।
(আরআর/এএস/অক্টোবর ১১, ২০২৪)