রিমান্ড শেষে কারাগারে সাবেক খাদ্যমন্ত্রী ও দুই সচিব
স্টাফ রিপোর্টার : সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মুজুমদারসহ আরও দুই সচিবকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় রিমান্ড শেষে বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটকে রাখার আবেদন করে পুলিশ।
অন্যদিকে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারগারে পাঠানোর আদেশ দেন।
গত ৩ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার হন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র। গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ৪ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ।
(ওএস/এএস/অক্টোবর ১১, ২০২৪)