সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করেছে বিএনপি। 

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালামের নেতৃত্বে বাগেরহাট শহরের লঞ্চঘাট, রাহাতের মোড়, ফলপট্টি, নাগেরবাজার, কাপুড়ের পট্টি, চাল পট্টি, সাধনার মোড়, কাজী নজরুল ইসলাম রোড়সহ শহরের গুরুত্ব পূর্ণ এলাকায় লিফলেট বিতরণ। এসময় তার সাথে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণ কালে জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম বলেন, সারাদেশে ডেঙ্গু প্রকট আকারে ধারন করায় প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। এ কারণে ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে জনগনকে সচেতন করতেই এই লিফলেট বিতরন করা হচ্ছে।

(এস/এসপি/অক্টোবর ১০, ২০২৪)