মহম্মদপুরে ১০২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা শুরু
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে।যা দেবী সর্ব্ব ভুতেষু শক্তি রূপেন সংস্কৃতা নমস্তস্যই, নমস্তস্যই, নমস্তস্যৈ নমঃ নমঃ।
মঙ্গলবার দুর্গাদেবীর বোধন পূজা ও বুধবার মহা-ষষ্ঠী পূজার মাধ্যমে বাঙালি হিন্দু সম্প্রদায়েরপ্রধান ধর্মীয় উৎসব শারদীয়-দুর্গাপূজা শুরু হয়েছে। প্রতিমা তৈরীর কাজে নিয়োজিত শিল্পীদের সকল কার্যক্রম শেষ হয়েছে।
পঞ্জিকা সূত্রে জানা গেছে, এবার দেবী দুর্গার আগমন ঘটবে দোলায় এবং ঘোটকে চড়ে গমন করবেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্য মতে এবছর মাগুরার মহম্মদপুর উপজেলার ৮টি ইউনিয়নে ১০২টি মন্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গা উৎসব। এর মধ্যে অনেক পারিবারিক মন্ডপ রয়েছে।শেষ দিন দশমী পূজা শেষে দেবী দুর্গার বিসর্জন দেওয়া হবে।
পূজা মন্ডপে বৃষ্টি উপেক্ষা করে মণ্ডপে, মন্ডপে, আলোকসজ্জা, তোরণ নির্মাণ করা হয়েছে। প্রতিদিন পূজা এবং সন্ধ্যায় আরতি, শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাকের শব্দ,বিভিন্ন বাদ্যযন্ত্রের বাজনা আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দুর্গাপূজার আয়োজন করেছে বিভিন্ন পূজা মন্ডপ কমিটির আয়োজকরা।
এ বিষয়ে মহম্মদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী কানু তেওয়ারী জানান, উপজেলায় এবার ১০২টি মন্ডপে শারদীয়া দুর্গাপূজা শুরু হয়েছে। নিরাপত্তা বিষয়ে ইতিমধ্যে জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা সভা সম্পন্ন হয়েছে। তারা নিরাপদ ও নির্বিঘ্নে পূজা উদযাপনে সর্বোচ্চ সহযোগিতার কথা বলেছেন। শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
(বিএস/এসপি/অক্টোবর ১০, ২০২৪)