রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চারজন বাংলাদেশীকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্ত থেকে আটক করেছে বিজিবি। 

আজ বৃহস্পতিবার সকালে কাকডাঙা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। একই সময়ে কলারোয়া উপজেলার চাঁন্দুড়িয়া সীমান্ত থেকে ভারত থেকে অবৈধপথে নিয়ে আসা তিনটি গরু আটক করে।

আটককৃতরা হলেন- বরিশাল জেলা সদরের কোতয়ালী থানার চরগোপালপুর গ্রামের মো: সাইফুল মুন্সি(৩৫) ও তার স্ত্রী আখি আক্তার (২৭), নেত্রকোনা জেলার সদরের সর্বদীঘিয়া গ্রামের লাকী আক্তার(২৫) ও চুয়াডাঙা জেলা সদরের জীবননগর গ্রামের পাপিয়া খাতুন (২৪)।

বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক বৃহষ্পতিবার দুপুর দুটোর দিকে তার কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙা ক্যাম্পের বিজিবি সদস্যরা খবর পান যে অবৈধপথে কয়েকজন বাংলঅদেশী ভারতে ঢুকবে। সে অনুযায়ি তারা বৃহস্পতিবার কাকডাঙা সীমান্তের ১৩/৩ নম্বর সীমানা পিলারের নিকটে অবস্থান নেন। সকাল সাড়ে ১০টার দিকে তাদেরকে ১৩/৩ নাম্বার মেইন পিলারের কাছ থেকে ওই চারজন বাংলাদেশীকে আটক করা হয়। এ সময় পাচারকারিরা পালিয়ে যায়। প্রায় একই সময়ে ভারত থেকে চাঁন্দুড়িয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসার সময় তিনটি গরু আটক করা হয়।আটককৃতদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত গরু কাস্টমস এ জমা দেওয়া হয়েছে।

কলারোয়া থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান, অবৈধপথে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে বিজিবি’র পক্ষ থেকে বৃহষ্পতিবার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/অক্টোবর ১০, ২০২৪)