ফুলপুরে বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ
শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে বন্যার্তদের পাশে দাড়িয়েছেন উপজেলা বিনএনপি ও অঙ্গসংগঠন। আজ বুধবার বিকালে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ছিদ্দিকুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা। অপরদিকে, গত রবিবার কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এডভোকেট আবুল বাশার আকন্দের নেতৃত্বে বন্যার্ত এলাকা পরিদর্শন করে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম তালুকদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফুলপুরে বন্যা কবলিতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, ডাঃ এ,জেড,এম জাহিদ হোসেন ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম।
(এসআই/এসপি/অক্টোবর ০৯, ২০২৪)