তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় শারদীয় দুর্গোৎসবে ৯২টি মন্ডপে  নিরাপত্তার কাজে ৫৮০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এরমধ্যে ১৯০ জন মহিলা সদস্য ও ৩৯০ জন পুরুষ সদস্য রয়েছে। 

আজ মঙ্গলবার সকালে পূজা মেন্ডপে যাওয়ার আগে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে আনসার সদস্যদের ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইনুল হক। এতে আনসার সদস্যদের দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ খোরশেদ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা আনসার কর্মকর্তা গোলাম হারুন সহ অন্যান্যরা। ব্রিফিং শেষে আনসার সদস্যরা আজ মঙ্গলবার থেকে পূজা মন্ডপে দায়িত্ব পালন শুরু করেন।

(টিবি/এসপি/অক্টোবর ০৮, ২০২৪)