ফরিদপুরে ১৯২টি পূজা মন্ডপের দায়িত্বে ১৩২৬ আনসার ভিডিপি
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : এবারের শারদীয় দুর্গোৎসব এ ফরিদপুর সদর উপজেলার ১৯২টি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপি র ১৩২৬ জন সদস্য দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে আজ মঙ্গলবার সকালে জেলা কমান্ড্যান্টের কার্যালয় আনসার ও ভিডিপি চানমারী ফরিদপুরে ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপিরজেলা কমান্ড্যান্টঅরুপ রতন পাল।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ফরিদপুরের সহকারী জেলা কমা. মো. টিটুল মিয়া , কোতয়ালি ফরিদপুরের অফিসার ইনচার্জ, মেহেদী হাসান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ফরিদপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি'র প্রশিক্ষক রাজিবুল ইসলাম।
এ বছর ফরিদপুর সদর উপজেলার ৮৭টি অধিক গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ, ৪৮টি গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ ও ৫৭টি পূজা মণ্ডপসহ মোট ১৯২টি পূজা মন্ডপে ১৩২৬ জন আনসার ও ভিডিপি সদস্য ৬ দিনের জন্য দায়িত্ব পালন করবেন বলে ফরিদপুর জেলা আনসার ও ভিডিপি'র এই অনুষ্ঠান থেকে জানানো হয়েছে।
(আরআর/এসপি/অক্টোবর ০৮, ২০২৪)