শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে গত কয়েকদিনের টানা বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে আসা পাহাড়ী ঢলে নিন্মাঞ্চলগুলো প্লাবিত হয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উপজেলার ছনধরা, রামভদ্রপুর, সিংহেশ্বর ও ফুলপুর ইউনিয়নের বেশীর ভাগ এলাকা অথৈ জলে তলিয়ে গেছে। উপজেলার প্রায় ২০টি গ্রামে ৮ হাজার মানুষ পানিবন্দী রয়েছে। বিভিন্ন গ্রামের সংযোগ সড়ক ডুবে যাতায়াত ব্যবস্থা অচল হয়ে পড়েছে। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় মানুষজন।

পাহাড়ী ঢলে উপজেলার ৪০৬০ হেক্টর জমির রোপা আপন ধান ও ১৪৫ হেক্টর জমির সবজি বাগান তলিয়ে গেছে। উপজেলার বিভিন্ন স্থানে মাছের পুকুরগুলো তলিয়ে গেছে। ইতিমধ্যে নালিতাবাড়ীর উপজেলার মালিঝি ও চেল্লাখালি নদীর বাঁধ ভেঙ্গে ফুলপুরের নতুন নতুন গ্রামগুলো প্লাবিত হচ্ছে। তবে উপজেলা প্রশাসন ও স্থানীয় সেচ্ছাসেবীদের সহায়তায় গবাদিপশু ও মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। বিভিন্ন ইউনিয়নে বন্যার্তদের জন্য বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ইতিমধ্যে বন্যা পরিস্থিতি পরিদর্শন করে জরুরী ত্রাণ সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম। বন্যার পানিতে ডুবে এ পর্যন্ত একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

(এসআই/এসপি/অক্টোবর ০৮, ২০২৪)