ধামোরের এসিআই নদী ঘেরায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার প্রত্যন্ত এলাকার এসিআই নদী ঘেরা মাঠে নদী ঘেরা যুব সংঘের আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ম্যাচ আজ সোমবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধন ম্যাচে লাল সবুজ একাডেমি অমরখানা পঞ্চগড় সদর বনাম ঢুসমারাহাট ফুটবল একাডেমি ঠাকুরগাঁও মধ্যে অনুষ্ঠিত হয়েছে।
খেলার উদ্বোধন করেন আটোয়ারি উপজেলা বিএনপির সভাপতি মো.আব্দুল জব্বার, সভাপতিত্ব করেন ধামোর ইউনিয়ন বিএনপি সভাপতি আশরাফুল আলম। ম্যাচে ১-০ গোলে ঢুসমারহাট ফুটবল একাডেমিকে পরাজিত করে বিজয়ী হয়েছে লাল সবুজ ফুটবল একাডেমি অমরখানা পঞ্চগড় সদর।
(আরএআর/এসপি/অক্টোবর ০৭, ২০২৪)