মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থীর শহীদ আবরার ফাহাদ এর ৫ম শাহাদাৎ বার্ষিকী স্মরণে মৌন মিছিল ও স্মরণ সভা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কুষ্টিয়া সরকারি কলেজ শাখা ও কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল শাখা। 

আজ সোমবার দুপুরে কুষ্টিয়া সরকারি কলেজ চত্বর ও ১ টায় কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো: আশরাফ হোসেনের সভাপতিত্বে মৌন মিছিল সরকারী কলেজ ক্যাম্পাস প্রদক্ষিন শেষে স্মরন সভার মধ্যে দিয়ে শেষ হয় এবং কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সদস্য সচিব মারুফ হোসেন পিয়াসের সভাপতিত্বে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিন শেষে স্মরন সভার মধ্যে দিয়ে শেষ হয়।

স্মরন সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা ছত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত,সিনিয়র যুগ্ম আহবায়ক জামির হোসেন, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জুয়েল উদ্দিন ও কুষ্টিয়া ইনস্টিটিউট ছাত্রদলের আহবায়ক আব্দুল কাদের।

এ সময় বক্তারা বলেন, আজ থেকে চার বছর আগে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে এই বাংলাদেশের স্বৈরাচারী হাসিনার পেটুয়া ছাত্রলীগ বাহিনী দিয়ে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের বুকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হওয়ার পরেও এই ছাত্রলীগকে অবৈধ সংগঠন ঘোষণা করেনি। আমরা চাই দ্রুত এই সংগঠনকে অবৈধ সংগঠন ঘোষণা করা হোক।

এ স্মরণ সভায় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক সদস্য হৃদয় হোসেন, আহবায়ক সদস্য হাফিজুর রহমান সূর্য, কুষ্টিয়া পৌর ছাত্রদলের আহবায়ক ফয়সাল আহমেদ সজল, অন্যতম সদস্য সাইফ হোসেন সংগ্রাম, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাহিদুল ইসলাম রুবেল, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শিমুল হোসেন, কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়ালিদ হোসেনসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(এমজে/এসপি/অক্টোবর ০৭, ২০২৪)