বকশীগঞ্জে বিজিবি'র সেক্টর কমাণ্ডারের পূজামণ্ডপ পরিদর্শন
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছেন বিজিবির সেক্টর কমাণ্ডার কর্ণেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিবিজিএমএস, পিএসসি। উপজেলার ৩৫ বিজিবি ব্যাটালিয়নের বিওপিসমূহের অধীনে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিয়ে দিকনির্দেশনা দিয়েছেন তিনি।
সোমবার (৭ অক্টোবর) সকালে উপজেলার পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন বিজিবির ওই কর্মকর্তা। এ সময় কামালপুর বিজিবি কোম্পানি কমাণ্ডার সুবেদার আনজু মিয়াসহ বিজিবির নানা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিবি সেক্টর কমাণ্ডার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় পূজা উৎযাপন কমিটির সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন। ওই সময় নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের সাথে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
এছাড়াও বিজিবি সীমান্তের ৮ কি. মি. এর মধ্যে পরিচালিত সকল পূজামণ্ডপে সার্বক্ষণিক মোবাইল ষ্ট্রাইকিং ফোর্স নিরাপত্তায় নিয়োজিত থাকার আশ্বাস দেন এবং নির্বিঘ্নে পূজার সকল কার্যক্রম পরিচালনার জন্য পূজা উদযাপন কমিটির লোকজনদের নির্ভয়ে কাজ করতে বলেন।
(আরআর/এসপি/অক্টোবর ০৭, ২০২৪)