রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমানিত হওয়ায় ফরিদপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিন মোল্লা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আরিফ শেখকে বহিষ্কার করেছে ফরিদপুর মহানগর বিএনপি। 

রবিবার (৬ অক্টোবর) রাতে ফরিদপুর মহানগর বিএনপি'র আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি ও সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুসারে ওই দুই নেতাকে সাংগঠনিক কাজ কর্ম থেকে বিরত থাকতে এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের তাদের সাথে কোন প্রকার সাংগঠনিক যোগাযোগ রাখতে নিষেধ করা হয়েছে।

(আরআর/এসপি/অক্টোবর ০৭, ২০২৪)