শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাই ৪১ বিজিবির আর্থিক অনুদান প্রদান
রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া বলেন, আমরা যে ধর্মের হই না কেন, বাঙালির প্রতিটি শারদীয় উৎসবে সকলকে একসাথে অংশ গ্রহন করে থাকেন। বিজিবি মহাপরিচালক মহোদয় এর নির্দেশনায় শারদীয় দূর্গা উৎসব যাতে সুষ্ঠু ভাবে সম্পাদন হয়, সেই জন্য বিজিবির পক্ষ হতে সব ধরনের নিরাপত্তা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমাদের বিজিবির টহল দল প্রতিটি পুজা মন্ডপ পরিদর্শন করেছেন। আমরা আশা করছি একটি উৎসব মুখর পরিবেশে নির্বিঘ্নে এবার পুজা উদযাপন করা হবে।
আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে তিনি সোমবার (৭ অক্টোবর) সকাল ১১ টায় ওয়াগ্গাছড়া বিজিবি সদর দপ্তরে কাপ্তাই উপজেলার ৬ টি পুজা মন্দিরকে আর্থিক সহায়তা প্রদান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে গৃহীত কার্যক্রম সম্পর্কে মতবিনিময়কালে একথা বলেন।
এসময় ৪১ বিজিবির উপ অধিনায়ক মেজর লতিফুল বারী, মেডিকেল অফিসার মেজর এস এম আশিকুজ্জামান, জেসিও মো: শহিদুল ইসলাম,গণমাধ্যমকর্মীসহ ৬ টি মন্দিরের প্রতিনিধি এবং বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
(আরএম/এএস/অক্টোবর ০৭, ২০২৪)