ডেঙ্গু প্রতিরোধে টুঙ্গিপাড়ায় মশক নিধন অভিযান
গোপালগঞ্জ প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মশক নিধন অভিযান শুরু হয়েছে। টুঙ্গিপাড়া পৌরসভার উদ্যোগে এ কায্যক্রম শুরু করা হয়।
সোমবার দুপুরে টুঙ্গিপাড়া পৌরসভা চত্ত্বরে প্রশাসক মো. গোলাম কবিরের নির্দেশনায় এ মশক নিধন অভিযানে প্রধান নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহানাজ তমা, পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন উপস্থিত ছিলেন।
পরে টুঙ্গিপাড়া পৌরসভা চত্ত্বরসহ পৌর এলাকার ৯টি ওয়ার্ড, হাসপাতাল, সড়কসহ বিভিন্ন স্থানে ফগার মেশিন দিয়ে ঔষধ স্প্রে করা হচ্ছে।
ড্রেন, পুকুরসহ জঙ্গল পরিস্কার করা হচ্ছে। এছাড়া সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণসহ ডেঙ্গু রোগীদের শনাক্ত করাসহ চিকিৎসার উদ্যোগ নেয়া হয়। ডেঙ্গু প্রতিরোধে আগামীতেও এ কায্যক্রম অব্যাহত থাকবে বলে প্রধান নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহানাজ তমা জানান
(এমএস/এএস/অক্টোবর ০৭, ২০২৪)