সালথায় জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ
আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুরের সালথায় জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকীর সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান, উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মিরাজ আলী, সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল বাসার, ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ছায়েম, সালথা দাখিল মাদ্রাসার সুপার মোঃ তাওফিকুর রহমানসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
(এএনএইচ/এএস/অক্টোবর ০৭, ২০২৪)