আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের উত্তরের বন্দর শহর হাইফাতে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ সোমবার (৭ অক্টোবর) ভোরে এ হামলা চালানো হয়। খবর আল জাজিরার

দখলদার ইসরায়েলের পুলিশ এ হামলা ও ১০ জন আহত হওয়ার খবর স্বীকার করেছে।

তারা জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলায় আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নজরদারি ক্যামেরার মাধ্যমে হাইফাতে চালানো হিজবুল্লাহর রকেট হামলার ভিডিও করা হয়েছে।

হামলার বিষয়ে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহযোদ্ধারা ইফায় ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ফাদি ১ ক্ষেপণাস্ত্র ছোড়ে । দুটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শহরটিতে আঘাত হানে এবং আরও পাঁচটি ক্ষেপণান্ত্র তাইবেরিস থেকে ৬৫ দূরে দিয়ে আঘাত হানে।

এদিকে, লেবাননের রাজধানী বৈরুতে রোববার রাতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলার সময় বড় বিস্ফোরণে দক্ষিণ বৈরুত কেঁপে ওঠে। ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ হতাহতের খবর পাওয়া গেছে।

(ওএস/এএস/অক্টোবর ০৭, ২০২৪)