পলাশবাড়ীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। ৬ অক্টোবর রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
হকারি কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার এঁর সভাপত্বিতে এ সময় বক্তব্য রাখেন কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক,বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা, ভূমি অফিসের সার্টিফিকেট সহকারি তানভির আলম, পলাশবাড়ী প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা, শাহ আলম সরকার, উপদেষ্টা ফেরদাউস রহমান, রিপোর্টার ইউনিটির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম।
বক্তরা জন্ম ও মৃত্যু নিবন্ধনের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
(আরআই/এএস/অক্টোবর ০৬, ২০২৪)