সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ওয়ান শ্যুটার গানসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদরের তলুইগাছা সীমান্ত থেকে একটি ওয়ান শ্যুটার গান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক আজ শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার সকালে তলুইগাছা সীমান্তে অস্ত্র চোরাকারবারিরা অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পিস্তল ও গুলি ফেলে পালিয়ে যায়। পরে সীমানা পিলার ১২/৬-এস হতে ১০০ গজ বাংলাদেশের ভিতরে একটি বাগান থেকে ওই ওয়ানশুটার গান ও চার রাউ- গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওয়ান শ্যুটার গান ও ৪ রাউন্ড গুলি সদর থানায় জমা দেওয়া হয়েছে। এর আনুমানিক মূল্য ১০ হাজার ৮০০ টাকা বলেও জানান তিনি।
(আরকে/এসপি/অক্টোবর ০৫, ২০২৪)