বিএনপি নেতাদের সঙ্গে সংলাপে প্রধান উপদেষ্টা
স্টাফ রিপোর্টার : বিএনপি নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংলাপ শুরু হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল এ সংলাপে অংশ নিয়েছে। বিএনপির অন্য নেতারা হলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান ও সালাহ উদ্দিন আহমেদ।
এতে সরকারের দিক থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েকজন উপদেষ্টাও উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।
(ওএস/এএস/অক্টোবর ০৫, ২০২৪)