রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলার উদ্যোগে একটি সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে সমাবেশ ও লাল পতাকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখার সভাপতি আজাদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই সমাবেশে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির ‌সদস্য রফিকুজ্জামান লায়েক, সুধীন সরকার মঙ্গল ‌ প্রমূখ। সভা পরিচালনা করেন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অরুন কুমার শীল।
এসময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্প্রতি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর গুলিতে শ্রমিক হত্যার বিচার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে এনে জনজীবনে শান্তি ও সর্বত্র সম্প্রীতি রক্ষা, সংখ্যানুপাতিক নির্বাচন প্রবর্তন সহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার, সম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দাবিতে ওই সমাবেশ ও লাল পতাকা মিছিল করে দলটি।

এসময় বক্তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কাছে একটা গ্রহণযোগ্য নির্বাচন জনগণ প্রত্যাশা করে। যেখানে সব দলের অংশগ্রহণে দেশের সকল ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

পাশাপাশি , রেশন ব্যবস্থা চালু, জাতীয় ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা এবং প্রতি মন পাটের দাম ৫ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়।

বক্তারা আরো বলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আমরা এক ফ্যাঁসিবাদকে হটিয়েছি, আরেক ফ্যাঁসিবাদকে ক্ষমতায় আনতে নয়। এসব ব্যাপারে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টি নেতৃবৃন্দ। এরপর একটি লাল পতাকা মিছিল ফরিদপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

(আরআর/এসপি/অক্টোবর ০৩, ২০২৪)