আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : ভূমি দখল, চাঁদাবাজি ও হত্যার দুটি মামলায় ঠাকুরগাঁও ২ আসনের ৭ বারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন এ নির্দেশনা দেন। এর আগে গত বুধবার গভীর রাতে জেলার রুহিয়া থানায় অভিযান চালিয়ে স্থানীয় আওয়ামীলীগ এর এক নেতার বাসা থেকে দবিরুলকে আটক করে পুলিশ।

মামলার বিবরনে জানাযায়, গত ৩ সেপ্টেম্বর ১০ কোটি টাকার চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে ঠাকুরগাঁওয়ের বিচারিক হাকিম রহিমা খাতুনের আদালতে একটি মামলা দায়ের করেন ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলু। এই মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য জেলার বালিয়াডাঙ্গী থানার ওসিকে নির্দেশ দেন আদালতের বিচারক । এই মামলার ২৮ জন আসামীর মধ্যে ১ নম্বর আসামী সাবেক এমপি দবিরুল ইসলাম।

অপরদিকে গত ২৫ সেপ্টেম্বর শিক্ষার্থী মাহাবুব আলম হত্যার ঘটনায় ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল আমলী আদালতে একটি মামলা দায়ের করেন নিহত ঐ শিক্ষার্থীর বাবা আব্দুল জব্বার। আদালত মামলাটি তদন্ত করে বালিয়াডাঙ্গী থানার ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এই মামলাতেও উল্লেখিত ৩৮ জন আসামীর মধ্যে ১ নম্বর আসামী সাবেক এমপি দবিরুল ইসলাম।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম। বুধবার রাতে গোপন সংবাদের প্রেক্ষিতে রুহিয়া থানার রামনাথ বাজার এলাকার প্রয়াত আওয়ামী লীগ নেতা আলমগীরের বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানে প্রয়াত ঐ আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে সাবেক এমপি দবিরুল ইসলামকে আটক করে পুলিশ। পরে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেয় আদালত। এছাড়াও একই মামলায় দবিরুলের ছেলে ও ঠাকুরগাঁও ২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকেও জেল হাজতে প্রেরণ করে আদালত।

(এআই/এসপি/অক্টোবর ০৩, ২০২৪)