বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আজ 'দ্য গ্লোবাল নেট ইংলিশ ডিবেট কম্পিটিশন' ২০২৪ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইংরেজী সাপ্তাহিক দ্য গ্লোবাল নেট এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে মাত্র ১টি কলেজ ও মাধ্যমিক পর্যায়ে ৮টি হাইস্কুল অংশ নেয়। প্রাণবন্ত এ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্বের বিষয়বস্তু ছিলো 'আজকের সমাজের নৈতিক অবক্ষয়ের মূল কারণ স্যোশাল মিডিয়া'!

আজ বৃহস্পতিবার এ প্রতিযোগিতার মাধ্যমিক পর্যায়ের চূড়ান্ত পর্বে (ফাইনাল) বিষয়বস্তুর পক্ষে অংশ নিয়ে নবীনগর উপজেলার সলিমগঞ্জ আবদুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকেরা চ্যাম্পিয়ণ হয়। আর বিপক্ষে অংশ নিয়ে রানার্সআপ হয় সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়।

এতে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় দশম শ্রেণির শিক্ষার্থী চ্যাম্পিয়ন দলের দলনেতা নাহিদুল হাসান নিলয়।
এদিকে কলেজ পর্যায়ের ইংরেজী বিতর্ক প্রতিয়োগিতায় মাত্র ১টি দল অংশ নেওয়ায় সলিমগঞ্জ ডিগ্রি কলেজকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চ্যাম্পিয়ণ ঘোষণা করা হয়।

প্রতিযোগিতা শেষে 'প্রধান অতিথি' হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম।

এর আগে উদ্বোধক হিসেবে সকালে এ ইংরেজী বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্বের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু মুছা। অনুষ্ঠানের আয়োজক ইংরেজী সাপ্তাহিক দ্য গ্লোবাল নেটের সম্পাদক লায়ন মিঠু ধর চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সলিমগঞ্জ আবদুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আলী, স্যোশাল ইসলামী ব্যাংকের ম্যানেজার এবিএম আশিকুজ্জামান চৌধুরী, নবীনগরের কথার সম্পাদক, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, সাপ্তাহিক নবীনগরের সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল, বিবি নিউজের সম্পাদক মাহাবুব মোর্শেদ, দৈনিক বাংলার স্থানীয় প্রতিনিধি জামাল হোসেন পান্না, শিক্ষক আবদুল্লাহ আল মামুন, অভিভাবক শাহীনূর আক্তার নীপা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় (ইংরেজীতে) ছিলেন মোহাম্মদ তারেক।

প্রতিযোগিতায় 'মডারেটর' হিসেবে দায়িত্ব পালন করেন একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত আহমেদ ফরহাদ। এতে বিজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. অলি উল্লাহ, ভোলাচং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইব্রাহিম খলিল ও শ্রীরামপুর নবারুণ একাডেমির সহকারী শিক্ষক শাহ জামাল উদ্দিন।

তবে মঞ্চে টাঙানো অনুষ্ঠানের ব্যানারে 'বিশেষ অতিথি' হিসেবে তিনটি স্বনামধন্য কলেজের অধ্যক্ষ, একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ১টি বয়েজ হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষককে এ অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়নি।

এদিকে আয়োজক মিঠু ধর চৌধুরী জানান, 'এ প্রতিযোগিতায় উপজেলার ৪৩ টি হাইস্কুল ও ৭টি কলেজকে লিখিতভাবে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হলেও, শেষ পর্যন্ত মাত্র ১টি কলেজ ও ৮টি হাইস্কুল অংশ নেয়। তবে এই ৮টির মধ্যে নবীনগর সদরের দুটি সুপ্রতিষ্ঠিত হাইস্কুলের মধ্যে ১টি স্কুল অংশ নেয়নি।'

(জিডি/এসপি/অক্টোবর ০৩, ২০২৪)