শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকেলে ফুলপুর উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোঃ আবুল কাশেম। ৎ

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শিক্ষক সমিতির নেতা নূরুল হক, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রোকসানা ইয়াসমিন রিটা, নির্বাহী সভাপতি রমজান আলী সরকার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেলিম, যুগ্ন সম্পাদক ওমর ফারুকসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা ১ দফা দাবি জানিয়ে বলেন, ১০ম গ্রেড আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। অতি শীগ্রই আমাদের এ ন্যায্য দাবী বাস্তবায়ন করতে হবে। মানববন্ধন শেষে উপস্থিত শিক্ষকরা উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম বরাবর স্মারকলিপি প্রদান করেন।

(এস/এসপি/অক্টোবর ০৩, ২০২৪)