একে আজাদ, রাজবাড়ী : কোন ভয়ভীতি নয় নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করবেন। এতে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে তাকে ছেড়ে দেয়া হবে না। পূজার সময়ে রাতে যেন লোডশেডিং না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নামাজের সময় অবশ্যই পূজার কার্যক্রম বন্ধ রাখতে হবে। সরকারের বেধে দেয়া নির্ধারিত সময়ের মধ্যেই দুর্গা বিসর্জনের কার্যক্রম শেষ করার দিকে সকলের আন্তরিকে চেষ্টা থাকতে হবে বলে মন্তব্য করেছেন রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদুর রহমান রুবেল। 

আজ মঙ্গলবার পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে দুর্গাপূজা উপলক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ‍্যমে গুজব ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শারদীয় দুর্গাপূজা শুরু থেকে বিসর্জন পর্যন্ত নির্বিঘ্ন রাখতে সবধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ লক্ষ‍্যে প্রশাসনের সর্বস্তরে সতর্ক দৃষ্টি রাখবে। অনেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করতে অনেক কাজ করতে পারে। যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। কিন্তু এমন কাজ কাউকে করতে দেওয়া হবে না।

সভায় উপস্থিত ছিলেন, পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন, রাজবাড়ী জেলা পূজা উদযাপন কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত কুমার দাস সাগর, পাংশা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক প্রান্তশ কুমার কুন্ডু, সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস সহ পূজা উদযাপন কমিটির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।

(একে/এসপি/অক্টোবর ০১, ২০২৪)