বাগেরহাটে কোডেকের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে সামাজিক উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-কোডেকের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে শহরতলীর দরিতালুক এলাকায় কোডেক ট্রেনিং সেন্টারের সামনে সড়কে র্যালী আলোচনা সভায় মধ্য দিয়ে দিবসটি পালন করে।
কোডেকের বাগেরহাট অঞ্চলের ফোকাল পার্সোন সৈয়দ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকির আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেডেকের জোনাল ম্যানেজার আ ন ম ওয়াহিদ, মাহবুব আলম, প্রকল্প ব্যবস্থাপক লোকমান হোসেন ও রাগিব আহসান প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কোডেকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্খী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(এস/এসপি/অক্টোবর ০১, ২০২৪)