মহম্মদপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরায় নবযোগদানকৃত জেলা প্রশাসকের মতবিনিময় সভা মহম্মদপুরে সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার বিকালে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ অহিদুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র আহবায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, সদস্য সচিব মোঃ আখতারুজ্জামান আক্তার, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান, অধ্যক্ষ বিপ্লব রেজা বিকো, অধ্যক্ষ শরীফ আক্তারুজ্জামান, প্রধান শিক্ষক এ কে এম নাসিরুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সৌমেন সাহা, উপজেলা জামায়াতের আমীর মোঃ কবির হোসাইন, সমাজসেবক জিয়াউল হক বাচ্চু, সাংবাদিক এস আর এ হান্নান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী কানু তেওয়ারী, ছাত্র প্রতিনিধি মামুন ও আতিকুল।
এদিন নবযোগদানকৃত জেলা প্রশাসক উপজেলার সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা ও ছাত্র প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন।
(বিএস/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২৪)