একে আজাদ, রাজবাড়ী : আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একদিন এই দেশের নেতৃত্ব দিবে। তাই শিশুদের দেশ প্রেমিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা অর্জন করে নিজেকে বিশ্ব প্রতিযোগিতায় প্রস্তত করতে হবে। এ কাজে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানান রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদুর রহমান রুবেল।

তিনি বলেন, কন্যা শিশুদের সুরক্ষা, শিক্ষার অধিকার,পরিপুষ্টি, আইনি সহায়তা, ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা, বৈষম্য রোধ, নির্যাতন থেকে রক্ষা,নারীর বিরুদ্ধে হিংসা ও বাল্যবিবাহ বন্ধে সকলে মিলে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে। জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশের মত পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজন এবং ইসলামি রিলিপের সহযোগিতায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৪ পালিত হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সালাম সিদ্দিক, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহনেওয়াজ হোসেন, মহিলা বিষয়ক, সালাম সিদ্দিক, খাদ্য নিয়ন্ত্রক শাহনেওয়াজ হোসেন প্রমুখ।

(একে/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২৪)